এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদের নেতৃত্বে র‌্যালি

Daily Jugabheri
প্রকাশিত ০৭ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৭:৫৫:৪৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদের নেতৃত্বে র‌্যালি

যুগভেরী ডেস্ক ::: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ এর নেতৃত্বে নগরীতে একটি বিশাল র‌্যালি বের করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। দলের দুঃসময়েও ছিলাম, সুসময়েও আছি। আমরা কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা দলের জন্য রাজনীতি করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সিপাহী জনতা ক্যান্টনম্যান্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে। বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালিতে শতশত নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সমাবেশ শেষে আব্দুল্লাহ শফি শাহেদ এর নেতৃত্বে র‌্যালি নিয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে যোগ দেন নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন