এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত ২২ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:০৬:১৮
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ

যুগভেরী ডেস্ক ::: ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজারে বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে বুধবার বিকেলে সামাদ প্লাজার সামন থেকে র‍্যালীটি শুরু হয়ে ফেঞ্চুগঞ্জ বাজার প্রদক্ষিন করে ডাকবাংলোয় গিয়ে শেষ হয়। র‍্যালী পুর্ব সামাদ প্লাজার সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির,ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি নেতা জাকারিয়া আরপিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি খায়রুল হক ছুটন, প্রথম যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া খান, জেলা বিএনপির সাবেক সদস্য,ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আল কাওসার হাবিব টিটু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য লুতফুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাসেল, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ খান।
র‍্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিটু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, আব্দুল্লাহ আল মামুন,সৈয়দ আক্তার হুসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, রেজাউর রহমান কাওসার, মসনুন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন