এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

আশুলিয়ায় লরির চাপায় নারী-শিশুসহ নিহত ৩

Daily Jugabheri
প্রকাশিত ০৪ আগস্ট, সোমবার, ২০২৫
আশুলিয়ায় লরির চাপায় নারী-শিশুসহ নিহত ৩

যুগভেরী ডেস্ক ::: সাভারের আশুলিয়ায় ট্রাক লরির চাপায় নারী ও শিশুসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন।

গত রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরই তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিক থেকে একটি লরি এলে রিকশাটি রাস্তার পাশে পানি থাকায় মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে রিকশাটি গর্তে পড়ে গেলে রিকশাচালকসহ যাত্রীরা লরির পেছনের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন