এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেটে বিজিবির অভিযানে ৭২ লাখ ৪৭ হাজার ৯১০ টাকার ভারতীয় পণ্য জব্দ

Daily Jugabheri
প্রকাশিত ২৯ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ২৩:১৫:২৭

যুগভেরী ডেস্ক :::

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ৭৩ লাখ টাকার মদ ও চোরাই পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৭ অক্টোবর ও আজ ২৯ অক্টোবর সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে।

 

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অলিভ ওয়েল ২১০ বোতল, সাবান ১০৮২ পিস, মেহেদি ১৬২ পিস, ফেন্সিডিল ৯৬, মদ ৩৩৭ বোতল, বাংলাদেশী রসুন ৭৬৮৮ কেজি, ১ টি ট্রলি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১১ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য। যার আনুমানিক মূল্য-৭২ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন