এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

……………………………

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Daily Jugabheri
প্রকাশিত ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ০১:৩১:০৫

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাটের সড়কের বাজারের সন্নিকটে এ ঘটনা ঘটে।  নিহত দেলোয়ার সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের বাসিন্দা। তিনি গোটারগ্রাম পয়েন্টে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট সড়কের বাজার মাছুগ্রাম ব্রীজের পাশে মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির গাড়ি চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দেলোয়ারকে উদ্ধার করে দ্রæত সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ার সময় পথিমধ্যে সে মৃত্যুবরণ করে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।  থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাই। তবে পুলিশ পৌঁছার পূর্বে দুর্ঘটনায় গুরুতর আহত দেলোয়ারকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যান। বর্তমানে তার লাশ সিওমেকে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন