
স্টাফ রিপোর্টার
গতকাল ০৮ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান ৭ টায় সিলেট নগরির আম্বরখানা দর্শন দেউড়ী এলাকা থেকে সাংবাদিক ও ব্যবসায়ী ইকবাল মুন্সির ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়েছে। এ ঘটনায় তিনি সিলেট কতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং ৬৫৫, তারিখ ০৮.০৯.২০২৪ইং। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, তার নিজ নামীয় লাল রংয়ের ১৫০ সিসি হোন্ডা ট্রিগার মোটর সাইকেল যার রেজিঃ নং- হবিগঞ্জ-ল-১১-০৭৫১ আম্বরখানা দর্শন দেউড়ী “সিলেট টায়ার এন্ড পার্টস” নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের পাশে তালাবদ্ধ করে তিনি তার উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে যান। পরবর্তীতে প্রায় ১৫/২০ মিনিট পর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে এসে দেখেন মোটর সাইকেলটি নেই। সম্ভাব্য সকল স্থানে খোঁজখোঁজি করেও গাড়ীটির কোন সন্ধান না পাওয়ায় থানায় সাধারন ডায়েরী করতে বাধ্য হন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন