এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সিলেট হোটেল শ্রমিক নেতা আবুল কালাম আজাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

Daily Jugabheri
প্রকাশিত ০৩ মার্চ, রবিবার, ২০২৪ ২১:৫২:৫০
সিলেট হোটেল শ্রমিক নেতা আবুল কালাম আজাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল কালাম আজাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মার্চ রবিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর মাহমুদ শাহ শপিং সেন্টারে সংগঠনের জেলা কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।  সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো: ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সফর আলী খানের পরিচালনায়, স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস. এম. নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল,  সিলেট জেলা হোটেল মিষ্টি, বেকারী এন্ড চাইনিজ রেষ্টরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্যকারী কমিটির সদস্য মো: আল-আমিন, স্মরণ সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল,সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের  যুগ্ম সাধারণ সম্পাদক মো: জমির আলী, সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের  যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক, জালালাবাদ থানা কমিটির উপদেষ্ঠা নবীর হোসেন আকাশ, জালালাবাদ থানা কমিটির সাবেক সভাপতি মাজিদুল ইসরাম সুমন, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো: বিল্লাল মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তালতলা জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ ফয়সল আহমদ।  স্মরণ সভায় বক্তরা বলেন, আবুল কালাম আজাদ সব সময় শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের নিরলস ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন আপোষহীন শ্রমিক নেতা। তার আদর্শ ও নীতি অনুস্মরণ করে বর্তমানে শ্রমিকদের বকেয়া পাওনা বেতন-ভাতাদি কিছুটা হলেও বাস্তবায়ন করা হয়েছে। বক্তারা হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও তা কার্যকরের জন্য স্মরণ সভা থেকে দাবি জানানো হয়।   প্রেস বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন