এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে – মৌলভীবাজারে আইজিপি

Daily Jugabheri
প্রকাশিত ১৯ মে, রবিবার, ২০২৪ ০৩:১৬:৩৬
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে – মৌলভীবাজারে আইজিপি

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ::  পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশে আইন শৃঙ্খলার যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে। এছাড়া সড়ক শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট পুলিশের রয়েছে। মৌলভীবাজারে বিভিন্ন মবথ্াপনার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

শনিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ীর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জার ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ সিলেট বিভাগের পুলিশের কর্মকর্তারা। পরে তিনি পুলিশ লাইনে একটি গাছে চারা রোপন করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন