
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ঠাণ্ডা স্যারের সভাপতিত্বে ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপ পরিচালক রাফী মোঃ নাজমুস সা’দাৎ।
শিক্ষক মুখলিছুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অবসরপ্রাপ্ত অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: শামসুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপিকা ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামিম আরা বেগম, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক হুমায়ূন কবীর, তুলি দাস ও পার্থ কুমার।
বিতর্ক প্রতিযোগিতায় দুই দলে তেলিখাল উচ্চ বিদ্যালয়ের ৩ জন করে মোট ৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে পক্ষ দল বিজয়ী ও বিপক্ষ দল রানার্সআপ হয়।ৈ শ্রেষ্ঠ বক্তা হিসেবে পক্ষ দলের মারুফা আক্তার নির্বাচিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন বিতর্ক প্রতিযোগিতায় ২ পক্ষের শিক্ষার্থীরা দারুণ পারফরম্যান্স করেন। তাদের বক্তব্যে আমরা মুগ্ধ হয়েছি, তাদের আগামী দিনের জন্য শুভকামনা রইলো।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন