
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :::সিলেটের কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে জুলাই” শীর্ষক আলোচনা সভা, স্মৃতিচারণ ও জুলাই যোদ্ধাদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(৫ আগস্ট) সকাল ১১.০০ টায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ, আজিজুন্নাহার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড,লুৎফর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুর রহমান নয়ন,কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)উজায়ের আল মাহমুদ আদনান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সমাজসেবা কর্মকর্তা আবু সাইয়েদ , পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম, পশ্চিম ইসলামপুর ই/পি চেয়ারম্যান জিয়াদ আলী,অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, গনঅধিকার পরিষদের আহবায়ক লিটন মাহমুদ খান।
জুলাই যোদ্ধা লবিব আহমদ, সেজান,রুহান মাহমুদুল
ছাত্র প্রতিনিধি আদনান সোহাগ,,হুমায়ুন রশীদ হুমন,,খালেকুজ্জামান, জাকির,
অনুষ্ঠানে শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জন জুলাই যোদ্ধার মধ্যে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন