এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

পীরমহল্লায় এসএসসি ও সমমান মেধাবী শিক্ষার্থীদের নাগরিক ফোরামের সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ০৩ আগস্ট, রবিবার, ২০২৫
পীরমহল্লায় এসএসসি ও সমমান মেধাবী শিক্ষার্থীদের নাগরিক ফোরামের সংবর্ধনা

যুগভেরী ডেস্ক ::: ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মানের সুযোগ সৃষ্টি হয়েছে। বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার বিদায় নিলেও দেশ এখনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে আছে। আমরা এর পরিবর্তন চাই। যদি আমরা সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিদের সংসদে বসাতে পারি তবে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অতীতে পরিকল্পিতভাবে যুবসমাজকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারীরা নানা কার্যক্রম চালিয়েছে । আমরা ক্ষমতায় গেলে তরুণদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদের বেকারত্ব দূরীকরণে কাজ করবো। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। শান্তিকামী মানুষ আজ দলে-দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজকে সাথে নিয়ে ইনসাফভিত্তিক একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে আমাদের অগ্রযাত্রায় ষড়যন্ত্রকারীরা বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নাগরিক ফোরামের উদ্যোগে এসএসসি ও সমমান মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ২ আগস্ট (শনিবার) রাতে নগরীর পশ্চিম পীরমহল্লাস্থ শাহজালাল প্যালেসে এ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
নাগরিক ফোরামের সভাপতি সাজিদ আহমদ চৌধুরী রানার সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মিজান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নাগরিক ফোরাম এর প্রধান উপদেষ্টা শহীদ আহমদ চৌধুরী সাজু ,শফিকুল আলম মাফিক, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান, সৈয়দ বাহারুল ইসলাম রিপন, সাইফুল করিম চৌধুরী হায়াৎ, মাস্টার আবুল কালাম, আব্দুল ওয়াহিদ ওলিউর রহমান, সাংবাদিক কাজী ফখরুল, ফোরাম এর সহ-সভাপতি ইমরান আহমদ, আব্দুল্লাহ আল নাইম, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ও সমমান মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন