এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে আর্থিক সহায়তা পেলেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার

Daily Jugabheri
প্রকাশিত ০৯ নভেম্বর, শনিবার, ২০২৪ ১৪:৪৩:৪২
সিলেটে আর্থিক সহায়তা পেলেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার

যুগভেরী ডেস্ক ::: সিলেটে জুলাই বিপ্লবে নিহত ৩৬ জনের তালিকার মধ্যে ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ শনিবার ( ৯ নভেম্বর) সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এসময় বাকি ১২ জনের তথ্য আরও স্বচ্ছভাবে ভেরিফিকেশন করে ক্রমান্বয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এসময় সারজিস বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেননি, আর অর্ধলক্ষ মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত ১৬ বছরের দুর্নীতিগ্রস্থ সিস্টেমের কবলে পড়ে দেয়ালে তাদের পীঠ লেগে গিয়েছিল। এখন এই সিস্টেমগুলো সংস্কার না করে নির্বাচন দিয়ে দিলে তো হবে না। এসময় সারজিস জানান, সারা দেশ থেকে আমাদের কাছে ১৬০০ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাইবাচাই করে প্রকৃত শহীদ পরিবারের হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি।

তথ্যগুলো স্বচ্ছভাবে ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে সব আহত যোদ্ধার কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে সমন্বয়করা ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সিলেটে জুলাই বিপ্লবে আহত এবং নিহত পরিবারের সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন