এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে দুই চোর আটক, মোটরসাইকেল উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৮:২২:৩৫

 যুগভেরী ডেস্ক ::: সিলেটের জালাবাদ থানার দর্জিপাড়ায় নিজ বাসা থেকে একজনের মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেলটি। গ্রেফতারকৃত দুজন হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামের দুদু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৩) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার ভেলুপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোস্তাক আহমদ (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত সোমবার (২৮ অক্টোবর) রাতে দর্জিপাড়ার ১৮ নং বাসার গ্যারেজ থেকে মাসুদুর রহমান নামে এক যুবকের ডিসকভার মোটরসাইকেল (সিলেট-মেট্রো-হ-১৩-৩১০৪) চুরি হয়ে যায়। এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) তিনি বাদী হয়ে কয়েকজন অজ্ঞাত চোরের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

 

পরে পুলিশ অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন উপরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত আনোয়ার হোসেন ও মোস্তাক আহমদকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নিজাম উদ্দিনের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটক দুজনকে মাসুদুর রহমানের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারকে নির্দেশে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন