এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

Daily Jugabheri
প্রকাশিত ৩০ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৮:৫৫:৩১
জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ চিনির চালান জব্দ করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

এসময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, নওগাঁ সদরের চকমহাদেব গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. রকি বাবু (২৬) একই জেলার মান্দা উপজেলার শাহাপাড়া গ্রামের মো. সাব্বির হোসেন (১৯)।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় অভিযান পরিচালনা করে পাথরবোঝাই ট্রাকে ( ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৭৯) তল্লাশি চালানো হয়। এসময় পাথরচাপা অবস্থায় ১৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চোরাই চিনি জব্দের ঘটনায় আটক দুইজনসহ পলাতক একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আটক দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন