এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ২৯ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ১৪:৪২:৫৬

যুগভেরী ডেস্ক :::

কৃষকদের মানসম্মত জীবন যাপনের নিশ্চয়তা সহ ন্যায়সঙ্গত বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলার উদ্যোগে গত ২৮ অক্টেবার সোমবার বিকাল ৪:৩০ টায় নগরীর কোর্ট পয়েন্টে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক ফ্রন্ট নেতা লক্ষ্মণ তালুকদারের সভাপতিত্বে ও বিশ্বজিৎ শীল এর পরিচালনায় সমাপবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার নেতা এডভোকেট মহিতোষ দেব মলয়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলার সংগঠক এডভোকেট রনেন সরকার রনি, চা শ্রমিক অধিকার আন্দোলন এর আহবায়ক হৃদেশ মুদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সফররাজ সানোয়ার উমনপুর অঞ্চলের কৃষক নেতা মোঃ বশির মিয়া, জমির আলী, মোঃ মুসা মিয়া, নাজমুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরুধী চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান সংঘটিত হলেও এদেশের অন্নদাতা কৃষক ও ক্ষেতমজুররা এখনো চরমভাবে অবহেলিত। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে এদেশের মজলুম কৃষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে কথা বলতে পারে নি। তাদের আশা ছিল ফ্যাসিবাদের পতন হলে হয়তো তাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবে। কিন্তু বিগত ৩ মাসে কৃষক ক্ষেতমজুরদের সেই আশায় ভাটা পড়েছে। বাস্তবে অন্তর্বর্তীকালীন সরকারও দেশের কৃষি ব্যবস্থাকে সংস্কার করে কৃষক ও ক্ষেতমজুরদের জীবন মান উন্নয়নে কোন উদ্যোগই গ্রহণ করেনি। ফলে সমাবেশ থেকে নেতৃবৃন্দ সুনির্দিষ্ট কিছু দাবি জানান।
দাবির মধ্যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ক্ষেতমজুরদের সারা বছরের কাজ, বিনামূল্যে সার-বীজ-কীটনাশক সরবরাহ, কৃষি অঞ্চলে আর্মি রেটে রেশনিং, বন্যা দুর্গত কৃষি অঞ্চলে পূনর্বাসনের ব্যবস্থা করা, ইত্যাদি দাবি বাস্তবায়নে জাতীয় বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের ব্যবস্থা করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন