এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে জামায়াতের আর্থিক সহযোগিতা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ১৬ অক্টোবর, বুধবার, ২০২৪ ২১:৫৭:১৯

যুগভেরী ডেস্ক :::

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং একজন প্রবাসীর অর্থায়নে সহযোগিতা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মদিনা মার্কেটে এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আহতদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান। বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, মো: আল ইমরান, আমিনুর রশিদ, সাংবাদিক মাজহারুল ইসলাম সাদী, আব্দুস সামাদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন