এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে বিচারপতি মানিক আটক

Daily Jugabheri
প্রকাশিত ২৪ আগস্ট, শনিবার, ২০২৪ ০০:০৬:৪৮
ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে বিচারপতি মানিক আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সীমান্ত থেকে আটক করে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।  রাত পৌণে ১২টায় নিশ্চিত করেছেন বিজিবি’র ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুন নবী। তিনি বলেন, ‘অবৈধভাবে ভারতে পালানোর সময় দনা সীমান্ত থেকে আমরা আটক করেছি। উনাকে আইনী প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। খুব শিগগিরই সংবাদমাধ্যমকে প্রেসনোট পাঠিয়ে জানানো হবে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন