এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে রজব, ১৪৪৬ হিজরি

ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ খেলাফত মজলিস্এর সিলেটে বিক্ষোভ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত ২৪ আগস্ট, শনিবার, ২০২৪ ২৩:০১:৫৫

যুগভেরী ডেস্ক ::: ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আজ ২৩ আগস্ট শুক্রবার বাদ জুমা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট সিটি পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট শামসুল ইসলাম, মহানগর সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সহকারী বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, প্রচার সম্পাদক আফজাল হোসাইন কামিল, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, ভারতের মোদী সরকার বাংলাদেশের মাটি ও মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দীর্ঘ ৩১ বছর ধরে বন্ধ থাকা ত্রিপুরার নদীর বাঁধ ভেঙ্গে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ আট জেলার কয়েক লক্ষ মনুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ভারতের এই হীন চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। পানি বন্দি অসহায় মানুষের সাহায্যে সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় সকল পন্য আমদানী ও বিক্রি বন্ধ এবং ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সকল দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করে ভারতের পানি আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন