এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট মহানগর জমিয়তের দোয়া ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ০৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৫৮:১২

যুগভেরী ডেস্ক ::: স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এবং স্বৈরাচারমুক্ত দেশ হওয়ায় সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম এর উদ্যোগে দোয়া ও শোকরানা মাহফিল বৃহস্পতিবার ৮ আগস্ট সিলেট কালেক্টর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও শোকরানা মাহফিলে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, সিলেট জেলা যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা খাইরুজ্জামান, প্রচার সম্পাদক এম,বেলাল আহমদ চৌধুরী, মাওলানা খলিলুল্লাহ মাহবুব,মহানগর যুব জমিয়ত সেক্রেটারি রেজাউল হক এর,এর,বি, পীর এনামুল হক,যুব জমিয়ত নেতা মাওলানা এরশাদ খান আল হাবীব,মাওলানা গিয়াস উদ্দিন, মহানগর ছাত জমিয়তের আহ্বায়ক দিলোয়ার হোসেন ইমরান, ছাত্র নেতা রেজাউর রহিম উসামা,এম শাহীনুর রহমান, মিজানুর রহমান শিপু, ছাত্র নেতা বদরুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা হাফিজ শায়খ খলিলুর রহমান।
সভায় বক্তারা বলেন অনেক রক্তের বিনিময়ে এই দেশের ২য় স্বাধীনতা অর্জন হয়েছে,এই স্বাধীনতা কে আমাদের টিকিয়ে রাখতে হবে, নেতৃবৃন্দ দেশের কোথাও ধ্বংসাত্মক কর্মকাণ্ড যাতে না হয় সেজন্য সকল সচেতন মহল কে সজাগ থাকতে আহ্বান জানান, একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে উল্লেখ করে নেতৃবৃন্দ ছাত্র সমাজ কে অভিনন্দন ও মোবারক বাদ জানিয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন