এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সৈরাচারের পতনে মহানগর খেলাফত মজলিসের শোকরানা মিছিল সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত ০৬ আগস্ট, মঙ্গলবার, ২০২৪ ১৯:০৪:২৫
সৈরাচারের পতনে মহানগর খেলাফত মজলিসের শোকরানা মিছিল সমাবেশ

যুগভেরী ডেস্ক ::: ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৈরাচারী জালিম সরকারের পতনে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আজ ৫ আগস্ট সোমবার বিকাল ৪টায় নগরীতে শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিন্দাবজার থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট ও বন্দরবাজার সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবজারে এক শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, মাওলানা রওনক আহমদ, কেএম আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সহসাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, এই বিজয় ছাত্র জনতার আপোষহীন সংগ্রামের ফসল। জালিমের পতনে গোটা দেশবাসী আজ উল্লসিত। নেতৃবৃন্দ সিলেটের সর্বস্তরের ছাত্র জনতাকে শান্তি সৃংখলা বজায় রাখার আহবান জানিয়ে বলেন, মানুষের জান মাল, সরকারী স্থাপনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ের নিরাপত্তা বিধানে সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন