এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট সদর ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম সংবর্ধিত

Daily Jugabheri
প্রকাশিত ১৬ জুলাই, মঙ্গলবার, ২০২৪ ২১:৪৯:০৩

 যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি নেতা নজমুল ইসলাম কে এক সংবর্ধনা প্রদান করেছে জামেয়া দারুল হুদা সিলেট ও আল হুদা আইডিয়াল একাডেমি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ই জুলাই) নগরীর ২৫নং ওয়ার্ডের মেনিখলায় মাদ্রাসার হলরুমে সকাল ১১টায় এই সংবর্ধনা প্রদান করা হয়। জামেয়া দারুল হুদা মাদ্রাসার মোহতামিম ও অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান ক্বাসিমী সভাপতিত্বে ও হোস্টেল সুপার মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী এর পরিচালনায় সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হাছিব, মাদ্রাসার সহকারী নাযিমে তা’লিমাত মাওলানা হাবিবুল্লাহ দুর্লভপুরী, মাওলানা সালেহ আহমদ মনাইকান্দি,মাওলানা সোলাইমান আহমদ তালবাড়ী মাওলানা সালমান আহমদ মাওলানা লোকমান হাকিম হাফিজ যোবায়ের আহমদ, হাফিজ মাওলানা আবু সাঈদ উসামা, হাফিজ মাওলানা শাহেদ আহমদ রুবেল সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

সংবর্ধনার জবাবে প্রধান অতিথি নজমুল ইসলাম বলেন, এই মাদ্রাসার শিক্ষার মান খুবই ভালো যার কারনে ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। হাফিজ, দাওয়রার শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজির একাডেমির শিক্ষা কার্যক্রম রয়েছে। এই মাদ্রাসা পরিচালনায় ও শিক্ষা কার্যক্রমে সিলেট সদর ট্রাস্ট ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাহায্য, সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। আমি এই মাদ্রাসার শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন