এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জুলাই, সোমবার, ২০২৪ ১৬:৫৫:১৯

যুগভেরী ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী গ্রামের ডালিম আহমদ (৩৫) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। গত রবিবার (১৪ জুলাই) দুপুরে পাশের গ্রামে একজনের বাড়িতে কাজ করতে গিয়ে তিনি অসাবধানতাবশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। ডালিম পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

এই বিষয় মোগলাবাজার থানাপুলিশ জানায়, ডালিম আহমদ তার পাশের গ্রামের একজনের বাড়িতে পানির পাম্পে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে গত রবিবার বাদ এশা মোগলাবাজার সিদ্দিকিয়া মার্কেটের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন