এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাটে ইমাম উদ্দিন হত্যায় ৯ আসামি আটক

Daily Jugabheri
প্রকাশিত ০৬ আগস্ট, বুধবার, ২০২৫
গোয়াইনঘাটে ইমাম উদ্দিন হত্যায় ৯ আসামি আটক

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাটে ইমাম উদ্দিন (৪৫) হত্যার ঘটনায় কফিল উদ্দিন লিটনকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এটনায় জড়িত অভিযোগ ৯ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মামলার প্রধান আসামি কপিল উদ্দিন লিটন (৪৬), নিরঞ্জন গোয়ালা(৪২),আক্কেল প্রধান (৩২),বিশ্বজিৎ (২৬),

চপ্পল কর্মকার (৩৭), সঞ্জিত মৃধা (৩০), কাজল রায় (২১), কাজল রায় (৪০), ও সজীব কর্মকার (২১)।

গতকাল মঙ্গলবার ও আজ (৬ আগস্ট) বুধবার উপজেলার জাফলং চা বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত সোমবার রাত ৩ টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটক করে জাফলং চা বাগান কর্তৃপক্ষ। পরে কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায় । নির্যাতনের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, জাফলং চা বাগানে ঘটে যাওয়া ঘটনায়,২৫ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার দায়ে এখনো পর্যন্ত ৯জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের পুলিশ তৎপর রয়েছেন

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন