এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

মধ্যনগরে বিএনপির বিজয় মিছিল

Daily Jugabheri
প্রকাশিত ০৫ আগস্ট, মঙ্গলবার, ২০২৫
মধ্যনগরে বিএনপির বিজয় মিছিল

সংবাদদাতা, মধ্যনগর ::: জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগষ্ট বিজয় মিছিল করেছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপি ।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিজয় মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভায় মিলিত হয়। পথসভার শুরুর আগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াৎ এবং সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন ও মো. মুক্তার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. কামাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. সুজন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মো. গোলাম সাইফুল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন