এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্ব: সুনামগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধের ডাক

Daily Jugabheri
প্রকাশিত ০৪ আগস্ট, সোমবার, ২০২৫
শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্ব: সুনামগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধের ডাক

যুগভেরী ডেস্ক ::: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে সুনামগঞ্জ থেকে অনির্দিষ্ট কালের জন্য দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পড়েছেন হাজারও যাত্রী।

রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে বাসের হেলপার মারধরের শিকার হয়েছেন। এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের মল্লিকপুর নতুন বাসস্টেশন থেকে রোববার সকালে একটি বাস শান্তিগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ছেড়ে যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থেকে শিক্ষার্থীরা নামার সময় ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এসময় বাসের হেলপার মারধরের শিকার হন। বিষয়টি জানাজানি হলে বিকেলে শহরের নতুন বাসস্টেশনের সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

এরপর শ্রমিকরা পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করলেও ‘কর্মবিরতি’ চালানোর ঘোষণা দেন।

সুবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যাওয়ার সময় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘সকালে শিক্ষার্থীরা একজন শ্রমিককে মারধর করেন। ক্ষুব্ধ শ্রমিকরা এ ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন। আমরা সড়ক অবরোধ প্রত্যাহার করলেও বাস চালাচল বন্ধ থাকবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন