এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

বিস্ফোরক মামলায় নগরী থেকে আটক ১

Daily Jugabheri
প্রকাশিত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ০২:৪৬:০৪

যুগভেরী ডেস্ক :::  সিলেটে বিস্ফোরক মামলায় ১১৬ আসামি নাম্বার সাজ্জাদুর রহমান মুন্না (৩২)-কে আটক করেছে কোতোয়ালী থানাপুলিশ।  বুধবার (৩০ অক্টোবর ) দিবাগত রাত ১২ দিকে নগরীর শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে কোতোয়ালী থানাপুলিশ।  জানা যায়, আটককৃত সাজ্জাদুর রহমান মুন্না (৩২), শাহপরান থানার সোনারপাড়া নবারুন-২ এলাকার বাসিন্দা।  পুলিশ সূত্রে জানা যায়, ০৩ সেপ্টেম্বর ১৯০৮ ধারায় মামলার এজাহারভূক্ত ১১৮ জন আসামির মধ্যে ১১৬ নাম্বার আসামি সাজ্জাদুর রহমান মুন্নাকে আটক করা হয়েছে। এজাহারভূক্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানাপুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন (পিপিএম) জানান, নগরীর শিবগঞ্জ থেকে বিস্ফোরক মামলার এজাহারভূক্ত ১১৬ নাম্বার আসামি সাজ্জাদুর রহমান মুন্না আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন