এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষেত্রে অনন্য-মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম

Daily Jugabheri
প্রকাশিত ০৬ অক্টোবর, রবিবার, ২০২৪ ১৭:১৭:৩৮
সিলেট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষেত্রে অনন্য-মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম

যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। ধর্মীয় দৃষ্টিকোন থেকে আমরা ভিন্নধর্মের হলেও জাতিগতভাবে আমাদের সকলেই বাংলাদেশী। গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হিন্দু-মুসলিম সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে ছাত্র-জনতা নিহত-আহত হয়েছে। যার ফলে দীর্ঘ ১৭ বছর পর আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করতে পেরেছি। প্রত্যেক নাগরিকের স্ব স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আজ নিজেই নিষিদ্ধ হয়েছে। বিগত সতের বছরের জুলুম-নির্যাতন, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানুষের বাক-স্বাধীনতা, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামীলীগ। কিন্তু জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আজ মানুষ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে। যে স্বাধীনতা আমাদের নতুন প্রজন্ম এনে দিয়েছে তাকে আর যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন। বিগত দিনে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিরোধীতার কারণে ধর্মের নামে জাতিকে বিভক্ত করা হয়েছে। সকলে মিলে মিশে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সিলেট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষেত্রে অনন্য। আসন্ন দূর্গাপুজার উৎসবকে নির্বিঘ্নে পালন করতে হিন্দু ভাইদের পাশে জামায়াত অতীতের মতো পাশে থাকবে। তিনি শনিবার (৫ অক্টোবর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালাবাদ থানা, নগরীর ৮ ও ৯ ওয়ার্ডের উদ্দ্যোগে সিলেট নগরীর মদিনা মার্কেটের ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আশফাক আহমদ চৌধুরী ও আলহাজ চুনু মিয়া যৌথ সভাপতিত্বে মাওলানা খলিলুর রহমান ও মোঃ বদরুল ইসলামের যৌথভাবে পরিচালনায়

ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, শাহজালাল জামেয়ার প্রীন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী , মাওলানা মাহমুদুর রহমান দেলওয়ার। অন্যান্যদের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন, জালালাবাদ থানা জামায়াতের আমির মাওলানা আ স ম আলা উদ্দিন, থানা সেক্রেটারি জুনাইদ আল হাবীব, এ্যাড: শামীম আহমদ, এ্যাড: আজিম উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মকসুসুল করিম, উবায়দুল হক শাহিন, ফয়জুল হক, সাবেক কাউন্সিলর ৩৭নং ওয়ার্ড রিয়াজ মিয়া, আতিকুর রহমান, ৩৯ নং ওয়ার্ড সভাপতি ফয়ছল আহমদ, ৩৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ দুলাল, ৩৭নং ওয়ার্ড সভাপতি ফেরদৌস মিয়া, ইসলামী ছাত্র শিবির জালালাবাদ থানা সভাপতি আব্দুর রহিম ও জামেয়া সভাপতি কাওছার আহমদসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন