এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার

Daily Jugabheri
প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৪ ১৮:৩৪:১২
গোলাপগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সৎ ছেলের মারধরে প্রাণ হারিয়েছেন কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে সৎ ছেলে রাজু আহমদের (৩০) বিরোধ চলে আসছিল। শুক্রবার পিতা কামরানের রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। পরে স্থানীয়রা আহত পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন