এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

৫ আগষ্ট পুলিশের গুলিতে নিহত দক্ষিণ সুরমার পংকজ এর পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ লক্ষ টাকা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ ০২:১৯:৪৬

যুগভেরী ডেস্ক ::: দক্ষিণ সুরমার ঝলোপাড়া নিবাসী নিখিল কুমার কর এর ছেলে পংকজ কুমার কর (১৮) বিগত ৫ আগষ্ট ২০২৪ ইং পুলিশের গুলিতে নিহত হন।  নিহত পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর পক্ষ হতে ২ লক্ষ টাকা নগদ প্রদান করা হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এহসানুল মাহবুব জুবায়ের -( সহ- সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী). আরো উপস্থিত ছিলেন  মোহাম্মদ ফখরুল ইসলাম. আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর, মাওলানা মুকিত আহমেদ পাঠাগার সম্পাদক সিলেট মহানগর,শরীফ মাহমুদ সভাপতি ইসলামি ছাত্র শিবির সিলেট মহানগর, মাওলানা মুজিবুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী দঃ সুঃ থানা শাখা, মাওলানা মশাহিদ আহমেদ নায়বে আমির দঃ সুঃ থানা শাখা, ফয়জুল ইসলাম জায়গীরদার সেক্রেটারি দঃ সুঃ থানা শাখা, কফির উদ্দিন আলমগীর সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন দঃ সুঃ উপজেলা, এম এ ওয়াদুদ সভাপতি ২৬ নং ওয়ার্ড, এডভোকেট নাজমুল হুদা সভাপতি ২৭ নং ওয়ার্ড, আব্দুর রহিম সভাপতি ৩০ নং ওয়ার্ড, এম এ মুসা সভাপতি ২৫ নং ওয়ার্ড সুহেল রানা সহ সভাপতি ২৮ নং ওয়ার্ড, আব্দুস সুবহান সেক্রেটারি ২৬ নং ওয়ার্ড,  জামিল আহমেদ ভার্থখলা ইউনিট সেক্রেটারি,  জুনেদ আহমদ সেক্রেটারী ঝালো পাড়া পঞ্চায়েত কমিটি, মাহবুব আহমেদ সভাপতি ভার্থখলা ইউনিট, মাছুম আহমেদ, মাহতাব উদ্দীন প্রমুখ

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন