এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে: হাইকমিশনার

Daily Jugabheri
প্রকাশিত ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৪:৩৮:৫২
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে: হাইকমিশনার

 যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে: হাইকমিশনার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের হাইকমিশনার বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আগামীতে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আজও আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন