এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জনি হত্যা : শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ১৮৭ জনের নামে নারায়ণগঞ্জে মামলা

Daily Jugabheri
প্রকাশিত ২১ আগস্ট, বুধবার, ২০২৪ ০০:১৩:০০
জনি হত্যা : শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ১৮৭ জনের নামে নারায়ণগঞ্জে মামলা

যুগভেরী ডেস্ক :::  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে পরিবহন শ্রমিক জনি হত্যার ঘটনায় সোনারগাঁ থানায় শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ১৮৭ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিহত জনির বাবা ইয়াছিন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ ১৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০০ থেকে ১২০ জনকে আসামী করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সোনারগাঁ পৌরসভার বালুয়া দীঘির পাড় এলাকার বাসিন্দা ইয়াছিনের ছেলে জনি ‘নাফ পরিবহন’-এ হেলপারের কাজ করতো। ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন পন্ড করতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়াস্ত্র, ককটেল ও লাঠি সোঠা নিয়ে কাঁচপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি করে। এসময় এক নম্বর আসামী শেখ হাসিনা ও দশ নম্বর
আসামী রবিউল আলম রনির নির্দেশে ছাত্র-জনতার আন্দোলন পন্ড করতে গুলিবর্ষণ ও মারধর শুরু করে। বিকেল পাঁচটার দিকে জনি কাঁচপুর সেতুর পূর্ব ঢালে পৌছঁলে তার বুকে বেশ কয়েকটি গুলবিদ্ধ হয়। এসময় সে সড়কে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে সোনারগাঁওয়ে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরে বালুয়া দিঘিরপাড় মাদ্রাসায় জানাজা শেষে বালুয়াদিঘির পাড় কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন