এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

দেশ ও বিলেত কাঁপাবে দুলজির ‘তুই আমার কোকাকোলা’

Daily Jugabheri
প্রকাশিত ২৭ মে, সোমবার, ২০২৪ ২৩:২২:৩৮

বিনোদন ডেস্ক ::: “তুই আমার কোকাকোলা, বাড়াইস না মনের জ্বালা” প্রেমিকাকে নিয়ে মিষ্টি আকুতি এবার গানে প্রকাশ করেছেন ব্রিটেনের জনপ্রিয় কণ্ঠশিল্পী দুলজি। দেশের জনপ্রিয় সুরকার এফ.এ প্রিতম গানটি কম্পোজিশন করেছেন। গানটি আসছে ঈদউল আজহা উপলক্ষ্যে রিলিজ করতে যাচ্ছে এস ডিভিশন। এছাড়া গানটি সোশ্যালমিডিয়া Dulzy Artist ইউটিউব চ্যানেল পাওয়া যাবে।  জানা গেছে, দীর্ঘ ২০ বছর থেকে যুক্তরাজ্য বসবাস করছেন মেহের আনসারি। দেশ ও বিলেতে জনপ্রিয় মেহের আনসারি গানের ভুবনে দুলজি হিসেবে দর্শক মহলে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বিলেতে আসার পর শুরুতেই পাগল বানাইয়া গান গেয়ে দর্শক মহলে হুলুস্থুল ফেলেন। এরপর একাধারে মনের মানুষ, রাত যায়, চাম্মাক চলো বাংলা রিমিক্স, স্বপ্নের রাজকন্যা, সখি আর কুন্তা চাই না, জাইও না, মনের বাসিন্দাসহ অনেক বাংলা গান গেয়ে বিলেতে বাঙালি দর্শক মাতিয়েছেন। এশিয়ান দর্শকদের কাছেও দুলজির জনপ্রিয়তা কম নয়; ব্রিটেনের বিভিন্ন শহরে স্টেজ শো’তে বাংলা গানের পাশাপাশি হিন্দি গান গেয়ে এশিয়ান দর্শক মাতিয়ে রাখেন তিনি।  আসছে ঈদউল আজহায় রিলিজ হতে যাওয়া ‘তুই আমার কোককোলা” গানটি দেশ ও বিদেশে ব্যাপক সাড়া জাগাবে বলে আশা প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী দুলজি। তিনি বলেন, গানটি দর্শক মহলে জনপ্রিয় করতে অক্লান্ত পরিশ্রম করেছেন দেশের জনপ্রিয় কম্পোজিশিয়ান এফ. এ প্রিতম, এছাড়া আমার বন্ধু শাহান শাহ। যিনি গানটিতে সিলেটি রেপ করেছেন। বিলেতে গানের ভুবনে রেপ করা শাহান শাহ সেইটস নামে পরিচিত। গানের ভিডিওচিত্রে দুলজির সাথে মডেল হিসেবে কাজ করেছেন জুই। ভিডিও ডিরেক্টর ছিলেন, রাহুল ইবি।  উল্লেখ্য, কণ্ঠশিল্পী দুলজি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ের কামারগাঁও গ্রামের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালিকের ছেলে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন