এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বিদেশ গমন উপলক্ষে মো:হাছন আলী কে বিদায় সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ১৬ জুলাই, মঙ্গলবার, ২০২৪ ২১:৩১:২২

নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ট্রাক-পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের পশ্চিম শাখার অন্তর গত বৃহত্তর সালুটিকর বাজার পিকাপ চালক সমিতির উদ্দ্যাগে উক্ত সমিতির সদস্য মো: হাসান আলী বিদেশ গমন উপলক্ষে ১৫ই জুলাই সোমবার সন্ধ্যা ৬..৩০ মিনিটের সময় বিদায়ী আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় হাসন আলীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও বৃহত্তর সালুটিকর বাজার পিকাপ চালক সমিতির পক্ষথেকে ক্রেস্ট  প্রদান করা হয়।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং (২১৫৯)এর অন্তর্ভুক্ত, পশ্চিম গোয়াইনঘাট উপজেলা উপকমিটির আওতাধীন বৃহত্তর সালুটিকর বাজার পিকআপ চালক সমিতির অফিসে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সালুটিকর বাজার পিকআপ চালক সমিতির সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিনের পরিচালনায়, সভায় সভাপত্বিত করেন মো: রিয়াজ উদ্দিন, সভায় প্রধান অতিথি সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং (২১৫৯)এর অন্তর্ভুক্ত, পশ্চিম গোয়াইনঘাট উপজেলা উপকমিটির সভাপতি মো: হাফিজুর রহমান,
বিষেশ অতিথি পশ্চিম গোয়াইনঘাট উপজেলা উপকমিটি সাংগঠনিক সম্পাদক মো: আলিম উদিন ও আম্বরখানা-সালুটিকর সি এন জি অন্তর্ভুক্ত সালুটিকর ষ্টপিজের সহ-সভাপতি মো: সামসুদিন সহ অনেকেই বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর সালুটিকর বাজার পিকআপ চালক সমিতির সদস্য মো:আপতার মিয়া মো: কামাল আহমদ মো: নজরুল ইসলাম মো: বাশির আহমদ মো: হারুন মিয়া, কর্ণ মনি দাস মো:বিলাল আহমদ সুরুজ মো: গিয়াস উদ্দিন মো:মতি রহমান মো: হুছেন আলী মো: রমজান আলী মো: মমিন মিয়া মো: মিজান আহমদ মো: সমুজ মিয়া মো: নিজাম উদ্দিন মো:আবু ছিদ্দিক মো: রাজীব মো:ইয়াছিন আরাফাত মো: নুরজামাল মো: অজিব মো: বকুল মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন