এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাট এপির আয়োজনে বার্ষিক শিশু ও যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ০৬ আগস্ট, বুধবার, ২০২৫
গোয়াইনঘাট এপির আয়োজনে বার্ষিক শিশু ও যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

গোয়াইনঘাট সংবাদদাতা ::: সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে বার্ষিক শিশু ও যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা হলরুমে শিশু ও যুব ফোরাম সদস্যবৃন্দের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা’র সভাপতিত্বে ও অফিস বেইসের নিগার তাসফিয়ার সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও শিক্ষক নূরুল হুদা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লবের সদস্য সাইদুল ইসলাম, ইয়ং প্রফেশনাল এডভোকেসি’র বিজয়া চিসিম, ওয়ার্ল্ড ভিশনের ইয়াং প্রফেশনাল সুদর্শন মন্ডল,
ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার ও জাতীয় ঈমাম সমিতি গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক সালেহ আহমদ,
সমাবেশে বক্তারা বলেন, আজকের যুবরা আগামী দিনের ভবিষ্যত। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যুবদের মৌলিক অধিকার গুলো নিশ্চিত করতে হবে।
দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা অবিস্মরণীয়। নিজেরা পরিবর্তন হলেই, সমাজ পরিবর্তন হবে। তাই দেশকে এগিয়ে নিতে তরুণদের কণ্ঠস্বরকে উন্নীত করি। তাদের সম্প্রদায়ে এবং এর বাইরেও ইতিবাচক পরিবর্তন আনতে তাদের প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এবং নির্দেশনা দেই।
সভায় বক্তারা যুবদের দুর্নীতিমুক্ত, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন