এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

শাহবাগে আসতে শুরু করেছে ছাত্রদল কর্মীরা

Daily Jugabheri
প্রকাশিত ০৩ আগস্ট, রবিবার, ২০২৫
শাহবাগে আসতে শুরু করেছে ছাত্রদল কর্মীরা

যুগভেরী ডেস্ক ::: রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপিপন্থি ছাত্রদের অঙ্গসংগঠনটি ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে ধীরে ধীরে আসতে শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশস্থলে ছাত্রদলের নেতাকর্মী, মিডিয়াকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হয়ে উঠেছেন।

ছাত্রদল অবশ্য দাবি করেছে, সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যান চলাচল স্বাভাবিক রাখতে শুরুর আগে সমাবেশে না আসতে নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সমাবেশ শুরু হবে রোববার (৩ আগস্ট) দুপুর ২টায়। এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ স্থলে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন