এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিসিকের ২৭নং ওয়ার্ডে প্রি-পেইড মিটার স্থাপন প্রতিহত করলেন এলাকাবাসী

Daily Jugabheri
প্রকাশিত ২৯ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ২২:০৬:২৩

যুগভেরী ডেস্ক ::: প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে কয়েক দিন থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ডবাসী।  মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পিডিবি থেকে আসা কিছু কর্মকর্তা জোরপূর্বক শিববাড়ী কালী মন্দিরে কার্ড মিটার স্থাপন করতে আসলে বাঁধার মুখে পড়েন।  এসময় উপস্থিত ছিলেন- ২৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে কার্ড মিটার বাতিলের দাবিতে গঠিত ২০ সদস্যর কমিটির আহবায়ক ইকতার খান ও সদস্য সচিব মনসুর খান।  পরে তাদের সাথে আলোচনা করে পিডিবি থেকে আসা কর্মকর্তাদের ডিজিটাল প্রি-পেইড মিটার না লাগানোর নির্দেশনা দেওয়া হয়।  এসময় আরো উপস্থিত ছিলেন- মোতাহার হোসেন জিহাদ, সিলেট অনলাইন প্রেসকাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আফরোজ খান, সাংবাদিক সেন্টু রঞ্জন, আবু বক্কর সিদ্দিক, উজ্জ্বল রঞ্জন সহ আরো অনেকে।  উল্লেখ্য, গত কয়েকদিনে পৃথকভাবে ৩ টি স্মারকলিপি প্রদান করা হয়েছে বিভিন্ন দপ্তরে। আগামী শুক্রবার বাদ এশা ২৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে গোটাটিকর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে বিশাল মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন