এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

মহানগর যুবদলে স্থান পাওয়া নেতৃবৃন্দকে ইলেকট্রিক সাপ্লাই জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ১৯ অক্টোবর, শনিবার, ২০২৪ ১৮:৩৮:৫৬

যুগভেরী ডেস্ক :::

সিলেট মহানগর যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদে স্থান পাওয়া নেতৃবৃন্দকে ইলেকট্রিক সাপ্লাই জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে নগরীর ইলেকট্রিক সাপ্লাইস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খাঁনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফাহিম খাঁন এবং ৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের যৌথ পরিচালনা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাহেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদল সহ সভাপতি মালেক আহমদ, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর সবুর রাসেল, সিলেট জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ।
উপস্থিত ছিলেন মাসুদ আহমদ কবির, দেওয়ান রেজা মজিদ, শাহ মোহাম্মদ জাহেদ, কাজী ওয়াসিমুজ্জামান, মাহিদ আহমদ, স্পেন যুবদল সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, রায়হান উদ্দিন রাজু।
সংবর্ধিত নেতৃবৃন্দ সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মালেক আহমদ, জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সাহেদ আহমদ, বদরুল ইসলাম, আব্দুল মজিদ সাকি, ওবায়দুর রহমান সজিব, ১ম সহ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খাঁন তাইফুর, সহ সাধারণ সম্পাদক কাওছার হোসেন খাঁন, রেজাউল হাসান মাছুম, সদরুল ইসলাম নেপুর, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, সুমন মজুমদার, তাইম আলী কাইয়ুম, রুহেল উদ্দিন, মহিবুর রহমান ছোট্ট মিয়া, সাইফুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিম, সহ ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আব্দুল রাশেদ, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মো: মনিজুল আহমদ, সহ গ্রাম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ গ্রাম বিষয়ক সম্পাদক আরমান আহমদ মুন্না, সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুহেল আহমদ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন