এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দেড় যুগ পর সিলেটে শিবিরের সুধী সমাবেশে অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ২২ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ২২:২৫:২৯
দেড় যুগ পর সিলেটে শিবিরের সুধী সমাবেশে অনুষ্ঠিত

শনিবার(২১সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেট নগরীর চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে ছাত্রশিবির সিলেট মহানগর এর উদ্দ্যোগে উক্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে, সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যেমে শুরু হয়, এরপর একে একে ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ও গুনীজন শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বাধা-বিপত্তি কাটিয়ে শাহাদাতের নজরানা দিয়ে আজকে এখন পর্যন্ত এসেছে। তিনি বলেন, ছাত্রশিবির একই সাথে নিজেদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি, সবচেয়ে দেশ প্রেমিক একজন নাগরিক হিসেবে গড়ার পাশাপাশি, একজন বিপ্লবী মুজাহিদের কাজ করেছে। অসংখ্য ছাত্রদের কে তারা ইসলামের দিকে, ইসলামের সুমহান আদর্শের দিকে, ইসলামের কল্যানকর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আহবান করেছে, অনুপ্রাণিত করেছে, উদ্ভুদ্ধ করেছে। তিনি, অবিভাবকদের প্রতি সন্তানদের কে ছাত্রশিবিরের মত প্রতিষ্ঠানে তুলে দেয়ার আহবান জানান। প্রধান বক্তার বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, সুধীদের আবেগ মাখানো আন্তরিকতা, দোয়া আমাদের কে আবেগাপ্লুত করে, অনুপ্রেরণা জোগায়। তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির প্রচলিত অর্থে একটি রাজনৈতিক ছাত্রসংগঠন কিংবা দলের নাম নয়, এটা অতীতে আমরা বলেছি, এখনো বলি, ছাত্রশিবির একটি সতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, ছাত্রশিবির আল্লাহর সাহায্য,আল্লাহর উপর ভরসা নিয়ে পথ চলে এবং দেশ-বিদেশের সুধী-শুভাকাঙ্কীদের হৃদয় নিংড়ানো দোয়া, ভালবাসা, এবং সহযোগিতাই ছাত্রশিবিরের পথচলার সহায়ক। তিনি বলেন, ছাত্রশিবিরের প্রত্যাশা সুধীবৃন্দ তাদের এই সহযোগিতা ছাত্রশিবিরের চূড়ান্ত বিজয় তথা দেশে একটি ইসলামী সমাজ বিনির্মানের আগ পর্যন্ত অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ, জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সুধী-শুভানুধ্যায়ীরা,গুনীজন উপস্থিত ছিলেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন