এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’

Daily Jugabheri
প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ ১৭:৫৩:১৬

যুগভেরী ডেস্ক ::: সিলেটের একটি প্রত্যান্ত অঞ্চলের এক হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে মহানবী হযরত মুহাম্মদ (সা.) একটি নাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ঐ নারীকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। জানা গেছে, ঐ নারী সুনামগঞ্জের শাল্লা উপজেলার শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী রানী চৌধুরী। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয়টিতে পবিত্র ঈদে মিলাদিন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে নাতে রাসুল (সা.) ‘মোহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে’ পরিবেশ করেন। এসময় নাতের একটি অংশ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। প্রশংসায় করেন নেটিজেনরা।

 

শাল্লার বাসিন্দা ও সাংবাদিক আনিসুল হক চৌধুরী মুন ফেসবুকে ভিডিও শেয়ার করে লিখেন, ‘এই সম্প্রীতি ছড়িয়ে পড়ুক সমগ্র দেশব্যাপী।তিনি বলেন,আমাদের এলাকায় ধর্মীয় সম্প্রীতি নিয়ে গত ১৪ তারিখে একটি বিশাল সম্প্রীতি সমাবেশ হয়েছে।এর দুদিন পরে যখন একজন হিন্দু শিক্ষকের কণ্ঠে নবীর শানে নাতে রাসুল ভেসে আসে, সেটা নিঃসন্দেহে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।’

এ বিষয়ে পল্লবী রানী চৌধুরী বলেন, আমি ছোট সময় আমার বান্ধবীদের সাথে মিলাদ মাহফিলে যেতাম। তারাও আমাদের বিভিন্ন পূজায় আসতো। এই সুবাধে আমি বিভিন্ন ইসলামী গজল শিখেছি। পরে বড় হয়ে জানতে পারলাম এই লেখাটি জাতীয় কবি নজরুল ইসলামের। আজ আমার স্কুলে পবিত্র ঈদে মিলাদিন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবী (স.) শানে গজল গেয়েছি। আমি চাই সমগ্র দেশে সকল ধর্মের সম্প্রীতি অটুট থাকুক।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন