এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে নতুন প্রতারক চক্র : হুবহু কন্ঠে আপনজন সেজে প্রতারণা

Daily Jugabheri
প্রকাশিত ২৩ আগস্ট, শুক্রবার, ২০২৪ ১৭:১৪:৩৪
সিলেটে নতুন প্রতারক চক্র : হুবহু কন্ঠে আপনজন সেজে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক :
এতোদিন বিকাশ প্রতারণার কথা আমরা শুনে আসছিলাম। এখন নতুন কৌশলে হুবহু কন্ঠে আপনজন সেজে প্রতারণা ফাঁদ পেতেছে একটি শক্তিশালী প্রতারক সিন্ডিকেট।  বুঝার উপায় নেই মোবাইলের অপরপ্রান্তের ব্যক্তিটি আপনজন নয় প্রতারক।  এরকম একটি প্রতারক চক্রের কবলে পড়ে টাকা খুইয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী আল ফেরদৌস শপিং সিটির ম্যানেজার ও সমাজসেবী আতাউর রহমান।  তিনি এ প্রতিবেদককে জানান, ০১৭৮৭-০৫৩৯০৮ নং মোবাইল নাম্বার থেকে তার মোবাইলে ফোন করেন তারই নিকটআত্মীয় পরিচিতজন।   আতাউর রহমানের কাছে কিছু টাকা বিকাশে প্রদানের জন্য বলেন।  আতাউর রহমান সরল বিশ্বাসে নিকটআত্মীয়ের কন্ঠ শুনে টাকা বিকাশ করেন।  পরে ঐ আত্মীয়ের সাথে দেখা বলে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।  মূলত প্রতারকই আত্মীয় সেজে হুবুহু কন্ঠ নকল করে টাকা হাতিয়ে নেয়।  এরকম সিলেটের আরেকজন সাংবাদিক ও ট্যাভেল ব্যবসায়ী হুমায়ুন কবির লিটন প্রতারণার শিকার হয়ে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেন।  সাধারণ ডায়েরী নং- ১০৪৪, তারিখ-২২/০৮/২০২৪ইং।  সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, ০১৮৫৬-৬৭০০০৬ নং মোবাইল নাম্বার থেকে খুব কাছের বন্ধু পরিচয়ে টাকা চাইলে হুমায়ুন কবির লিটন নগদের মাধ্যমে দুই দফায় ৩০ হাজার টাকা প্রদান করেন।  হুমায়ুন কবির লিটন পূরো বিষয়টি ও থানায় প্রদান করা সাধারণ ডায়েরীর কপি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের আইডিতে পোস্ট করে সবাইকে সাবধান থাকার অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন