যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠাসহ উপদেষ্ঠা পরিষদের সদস্যদের দায়িত্ব গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানান। বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার সুরক্ষা ও আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে। এছাড়া জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা এবং দেশ ও জাকির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, ফটো সাংবাদিক জাবেদ আহমদ, বিএমবিএফ সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, অর্থ সম্পাদক এস এম বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার চৌধুরী, মানববাধিকার বাস্তবায়ন সংস্থার বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, আফরুজ তালুকদার, সাহেদা বেগম প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন