এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেটে বিজিবি কর্তৃক বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বাঁধ মেরামত ও উদ্ধার কার্যক্রম অব্যাহত

Daily Jugabheri
প্রকাশিত ৩১ মে, শুক্রবার, ২০২৪ ০৪:০৫:৫৭

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী এলাকায় বন্যা কবলিত জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছেন।  বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় ৩০ মে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, সেক্টর কমান্ডার, সিলেট এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি কর্তৃক বন্যা কবলিত জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কৃত ১৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও একই দিন অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারনে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকার সারি, সুরমা, লোভা ও কুশিয়ার নদীর পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হয়। ব্যাটালিয়নের অধীনস্থ লোহারমহল বিওপির দায়িত্বপূর্ন এলাকায় আকষ্মিক বন্যায় কুশিয়ারা নদীর ২৫০ মিটার বাঁধ ভেঙ্গে যায়। যা পরবর্তীতে লোহারমোহল বিওপি এর বিজিবি সদস্য ও স্থানীয় জনগণ এর সহায়তায় বাঁধটি মেরামত করা হয়। এছাড়াও জৈন্তাপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকা খারুবিল ও বোরবাগ এলাকা হতে বন্যা কবলিত ১৫ টি পরিবারকে বিজিবি কর্তৃক উদ্ধার করা হয়। সীমান্তবর্তী বন্যা কবলিত এলাকায় বিজিবি কর্তৃক ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন