এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Daily Jugabheri
প্রকাশিত ১৩ মার্চ, বুধবার, ২০২৪ ০০:১৩:৩৮
মাধবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জে মাধবপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে প্রসেনজিৎ দেব পিয়াস (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

রোববার সন্ধ্যায় উপজেলার পৌর শ্যামলীপাড়া ভাড়া বাসায় রুমে সিলিং সিলিং ফ্যান দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।

মৃত প্রসেনজিৎ দেব পিয়াস উপজেলার আন্দিউড়া গ্রামের পরিমল দেবের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঘরের দরজা ভিতর দিক থেকে বন্ধ থাকায় পরিবার ও বাসার মালিকসহ লোকজন দরজা ভেঙ্গে প্রসেনজিৎ দেব পিয়াস কে ঝুলন্ত অবস্থান দেখতে পান। প্রসেনজিৎ দেব পিয়াস দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক ভাবে জানা যায় । পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রসেনজিৎ দেব পিয়াস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ বিধি মোতাবেক পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন