এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার

Daily Jugabheri
প্রকাশিত ০২ নভেম্বর, রবিবার, ২০২৫
পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার

যুগভেরী ডেস্ক ::: সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করতে হবে। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
রবিবার (২ নভেম্বর) সকালে নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শিক্ষক ও অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। তাহলেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তথা বহুতল ভবন নির্মাণ, স্মার্টবোর্ড স্থাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান হাদী এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আল হাসান। গীতা পাঠ করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হরি প্রিয়া দেবী পূজা।
মতবিনিময় সভায় কোতোয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান খান ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন