এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাটে ভারতীয় হুইস্কি, বুটকা,ফেনসিডিলসহ আটক ১

Daily Jugabheri
প্রকাশিত ০৭ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫
গোয়াইনঘাটে ভারতীয় হুইস্কি, বুটকা,ফেনসিডিলসহ আটক ১

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আজাদ মিয়া (৩৬), তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব বর্ণির মৃত আম্বর আলীর ছেলে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহরের ঘাটা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-৩৪২৯) জব্দ এবং আজাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই দিদারুল আলম ও এএসআই সিদ্দিক খলিফা অভিযানে অংশ নেন। অভিযানে ৩৮ বোতল ইন্ডিয়ান হুইস্কি, ১৪ বোতল বুটকা এবং ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৩৪ হাজার টাকা।

সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন