এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পারাপারে প্রাণ গেল শ্রমিকের

Daily Jugabheri
প্রকাশিত ২৬ এপ্রিল, শনিবার, ২০২৫ ১১:৩৭:৪৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পারাপারে প্রাণ গেল শ্রমিকের

যুগভেরী ডেস্ক ::: গাজীপুর কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারে গাড়ির ধাক্কায় আজিজ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটেছে। তিনি কালিয়াকৈর মদিনা বেকারিতে কাজ করতেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পাজারো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই শ্রমিক নিহত হয়েছেন। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে গাড়িটি সামনের অংশ দুমড়ে মুছে যায়। গুরুতর আহত হয় ওই গাড়ির চালক। চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও মৃতদেহটি উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন