যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সমাজে সবধরণের বৈষম্য দূর করে একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জামায়াত কাজ করছে।
তিনি বলেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার জামায়াতের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। আমাদের সত্যিকারের মানবতাবাদী জাতীয় নেতৃবৃন্দকে মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে শহীদ করা হয়েছে। এমনকি শেষ সময়ে ছাত্র-জনতার আন্দোলন নস্যাত করতে তারা জামায়াতকে নিষিদ্ধ করে। কিন্তু জামায়াতকে তার লক্ষ্য থেকে দমিয়ে রাখা যায়নি। ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় পরবর্তী বাংলাদেশে জামায়াত অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করেছে। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি মঙ্গলবার বিকেলে জামায়াত কেন্দ্র ঘোষিত দাওয়াতি সপ্তাহ উপলক্ষে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াত আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, ৮নং কান্দিগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মনাফ ও ইউনিয়ন আমীর আব্দুস সামাদ প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন