এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জের ওসি নাসের বদলি, স্থলাভিষিক্ত হলেন মনিরুজ্জামানন

Daily Jugabheri
প্রকাশিত ০৩ নভেম্বর, রবিবার, ২০২৪ ১৩:৩৯:৩৬
গোলাপগঞ্জের ওসি নাসের বদলি, স্থলাভিষিক্ত হলেন মনিরুজ্জামানন

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ আবদুন নাসেরকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে। মীর নাসেরকে গোলাপগঞ্জ থানার ওসি থেকে সিআইডিতে বদলি করা হয়েছে। গত শনিবার (২ নভেম্বর) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে গোলাপগঞ্জে পদায়ন করা হয়।

একই আদেশে পুলিশ পরিদর্শক মো. আশরাফ উজ্জামানকে সিলেট জেলা গোয়েন্দা শাখার উত্তর জোনে পদায়ন করা হয়েছে। গোলাপগঞ্জের নতুন ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা গত ২৭ অক্টোবর ও মো. আশরাফ উজ্জামানকে ১৭ অক্টোবর পৃথক অফিস আদেশে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সিলেট রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়। এদিকে ২৭ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর পার্সোনেল ম্যানেজমেন্ট-২ এর এক প্রজ্ঞাপনে গোলাপগঞ্জের ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসেরকে সিআইডি বদলি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন