এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট মদিনা মার্কেটে ফুটপাত দখল করে ব্যবসা, রাস্তায় যানযট-পথচারীদের দূর্ভোগ

Daily Jugabheri
প্রকাশিত ২৯ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ১৬:৩৯:২৬
সিলেট মদিনা মার্কেটে ফুটপাত দখল করে ব্যবসা, রাস্তায় যানযট-পথচারীদের দূর্ভোগ

যুগভেরী ডেস্ক :::

সিলেট নগরীর মদিনা মার্কেটে ফুটপাত দখল করে ব্যবসা করছেন শত শত দোকানিরা। এতে সড়কে যেমন যানজট নিত্যদিনের ঘটনা তেমনি ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে প্রতিদিন দূর্ভোগ পোহাতে হচ্ছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে। বড় বড় মার্কেট, শপিং মহল, সবজি ও মাছের বাজার থাকা সত্বেও ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ভ্যান, ঠেলাগাড়ি দিয়ে ফুটপাতের উপরে তাদের মালামাল নিয়ে বসে থাকেন। তারা বাজারটির সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসাবাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ফলে প্রতিনিয়ত বাজারের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল করে রাখায় পথচারী চলাচল করার উপায় নেই। পথচারীদের চলাচলে পড়তে হয় বিড়ম্বনায়। পল্লবী আবাসিক এলাকার সামনের সড়ক থেকে কালিবাড়ি রাস্তার মোড় পর্যন্ত পাঁচ মিনিটের দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে ২০ মিনিট। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকার শিক্ষার্থী, রোগীসহ বাজারে আসা ক্রেতাসাধারণকে। তাছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেলের প্রবেশমুখ রয়েছে এই সড়ক পথে হয়ে। প্রতিদিন সিলেটের বিভিন্ন জায়গা থেকে এম্বুলেন্সে রোগী নিয়ে স্বজনদের হাসপাতালে যেতে পড়তে হচ্ছে বিড়ম্ববনায়।

সিটি করপোরেশন বহুবার হকারদের কবল থেকে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে। বারবার অভিযান পরিচালনা করলেও ফুটপাত ছাড়তে নারাজ ব্যবসায়ীরা। অভিযান শেষ হলেই আবারও ফুটপাত দখল করে বসে পড়েন তারা। আর ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ভাবে চাদা আদায় করা হয় বলেন অভিযোগ উছেঠে।

এই বিষয় পথচারীদের সাথে কথা বলেন জানায় যায় যে, বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় একটি বড় বাজার তাই এখানে প্রতিনিদি বিভিন্ন স্থান থেকে মানুষ আসে বাজার করতে। তবে ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে কোন ব্যবস্থা নাই। তাই এই কারনে যানজট ও রাস্তার উপরে ফুটপাত দখল করে ব্যবসা করছেন, আমরা চাই যানজট ও ফুটপাত দখল মুক্ত মনিনা মাকের্ট।

এ বিষয় মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সত্তার বলেন, রাস্তায় সিএনজি অটোরিকশা দাড় করিয়ে রাখায় মদিনা মার্কেট এলাকায় যানযট সৃষ্টির মূল কারণ। ফুটপাতে যে সকল হকাররা বসেন তাদের অনেকেরই দীর্ঘদিন থেকে এখানে নিজ নিজ দোকান রয়েছে। তাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা তুলি না। আমরা সবসময় চেষ্ঠাকরি ফুটপাত দিয়ে পথচারীরা চলাচল করতে যাতে সমস্যা না হয়। তাছাড়া যানজট নিরসন আর ফুটপাত দখল মুক্ত করা আমাদের একার পক্ষে এসব সম্ভব না, সিটি করপোরেশন ও প্রশাসনের সহযোগীতার প্রয়োজন।

এ ব্যাপারে জানতে চাইলে মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আমির হুসাইন বলেন, বর্তমান বাজার কমিটি যখন তাদেরকে বসিয়েছেন সেহেতু তারা ফুটপাত দখল করে যাতে ব্যবসা করেন সে বিষয়টিও দেখভাল করার কথা কমিটির। তবে যারা প্রতিদিন এসকল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলছেন তারাই মূলত ফুটপাতে ব্যবসায়ীদের এভাবে এলোমেলো করে বসিয়েছেন। ফুটপাত দখল করে পথচারীদের দূর্ভোগ সৃষ্টি করার দায়ভার বর্তমান বাজার কমিটিকেই নিতে হবে। আমি সিলেট সিটি করপোরেশন বরাবর একটি অভিযোগ দিয়েছি আশা করি সিসিক কর্তৃপক্ষ খুব দ্রুত ফুটপাত দখলমুক্ত করতে এসকল অবধৈ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। তাছাড়া পাশেই আবার অবধৈভাবে সিএনজি অটোরিকশা দাড় করিয়ে রাখার কারনে রাস্তায় যানযজ লেগে থাকায় আমি বিষয়টি নিয়ে অনেকবার প্রতিবাদও করেছি।

সিলেট নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ২৪ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এক সভায় সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট হকার ঐক্য পরিষদ, পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন