এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের শুরা অধিবেশন সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ২১ অক্টোবর, সোমবার, ২০২৪ ১৭:২৪:১৮

যুগভেরী ডেস্ক :::

আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের শুরা অধিবেশন-২০২৪ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার (২০ অক্টোবর) রাতে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াস সুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে এ অধিবেশনের আয়োজন করা হয়।
মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী হাফি. এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
হাফিজ মাওলানা মনজুর আহমদ ও মাওলানা সহুল আহমদের যৌথ পরিচালনায় সূরা অধিবেশনে বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন সাদি, অধ্যক্ষ ফরিদ আহমদ, সাংবাদিক মুহাম্মদ আমজাদ হুসাইন, সাংবাদিক হুমায়ুন রশিদ চৌধুরী, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, শাহ আশিকুর রহমান, অধ্যাপক ডা. মুহসিনুজ্জামান খান, মাওলানা সাংবাদিক আতিকুর রহমান, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মাহমুদুল হাসান, মাওলানা অলিউর রহমান, মাওলানা আবুল হুসেন, মাওলানা আব্দুল্লাহ আল হাদি, মাওলানা তাজুল ইসলাম হাসান, হাফিজ মাওলানা আব্দুর রহমান, মুফতি মুহাম্মদ কয়েছ, মৌলভী ক্বারী শামসুল ইসলাম, মাওলানা ক্বারী হুসাইন আহমদ ইসলাহ, সৈয়দ মুহাম্মদ মাহমুদ, মাওলানা ক্বারী জহিরুল ইসলাম, মাওলানা ক্বারী ইমরান আহমদ, মাস্টার সাইদুর রহমান সাঈদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষে সভাপতির মুনাজাতের মাধ্যমে সূরা অধিবেশন সমাপ্তি হয়।
শুরা অধিবেশনে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল-কোরআনের খেদমতে আল কোরআন শিক্ষা পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কোরআনের খেদমতে যারা আত্মনিয়োগ করেন তারাই পৃথিবীর শ্রেষ্ট মানুষ। তাদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। জাগতিক জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের কোরআন শিক্ষাও গ্রহণ করতে হবে। আল কোনআনের শিক্ষা ছড়িয়ে দিতে আলেম-ওলামাগণ সবসময় ভূমিকা রেখেছেন। বক্তারা বলেন, অতীতে প্রতিটি এলাকায় মক্তবে কোরআন শিক্ষা প্রদান করা হতো, কিন্তু বর্তমানে এটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মক্তবগুলোতে আবারো শিক্ষা কার্যক্রম পুরোদমে চালু করতে আল কোরআন শিক্ষা পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে। শুরা অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন